Success Motivational Quotes in Bengali
“Failure এর পর যে নতুন Chapter আসে তাকেই বলা হয় Success.” “যদি তুমি Failure কে Attention না দাও তবেই Success পাবে।” “যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা তাদের কাজের মধ্যে ঈশ্বরকে দেখে।” “উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় দূর করতে হবে।” “আমার অভিধানে “Impossible” শব্দটি নেই।” “বিজয় “হার” পরতে হলে হারকে হারাতে হয়।” “Impossible” নিজেই বলে “I am possible”.” “তোমার আগামীকাল সহজ করতে, তোমাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে।” “অনেক অপশন থাকবে, পথ ভুল করার জন্য, একই লক্ষ্য রাখুন, গন্তব্যে পৌঁছানোর জন্য।” “সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলে, যাদের মধ্যে তা ‘Knock’ করার শক্তি থাকে।” “পরাজয়ে ক্ষতি নেই, পরাজয় মেনে নিলে ক্ষতি আছে।” “সফল হতে হলে, পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্য তো জুয়ায় বিচার হয়।” “বন্ধু, পরিশ্রম ছাড়া কিছুই অর্জিত হয় না। প্রকৃতি অবশ্যই পাখিকে খাবার দেয়, কিন্তু বাসা তাকে নিজেই গড়তে হয়।” “নিজেকে এতটা নিখুঁত বানাও যে, যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমার এক ঝলক পাবার জন্য মুখিয়ে থাকে।” “আমার আলাদা পরিচয় বানানোর অভ্যাস আছে, কষ্টের মাঝেও হাসার অভ্যাস আছে।”
No comments